আজকে আমি দেখাবো কিভাবে ব্লগার সাইট  এসইও করতে হয়।
প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন
দীর্ঘদিন যাবত আপনাদের কাছে একটি  সমস্যা নিয়ে ফেসবুকে অনেক কমেন্ট পড়ে গেছে সমস্যাটি হল। ব্লগার এসইও পোস্ট রেঙ্ক করব, কিভাবে অনেক হয়তো ভাবছেন আমি পোস্ট করছি কিন্তু পোস্টে ভিউ হচ্ছে না

How to do blogger site SEO,Blogger SEO tools, Best free blogging platform, Blogger settings, Best blog for SEO, SEO blogs, ShoutMeLoud Blogger template, How to rank blog on Google, SEO blog template, ShoutMeLoud BlogSpot, SEO blog writing, SEO, How to improve Google search ranking, How to rank your article in Google, Ubersuggest, How to rank first on Google, Google Keyword Planner, How to structure a blog post, How to structure your blog,
Add caption



তো বন্ধুরা চলুন  শুরু করি।
আমরা সেই বিষয়টি আগে দেখি আসি।
কিভাবে একটি ব্লক ওয়েবসাইটে  পোস্ট এসইও  করব।
একই সাথে আরেকটি কথা আপনাদের জেনে রাখা উচিত সেটা হল এসইও করলে যে আপনাদের পোস্টটা রেঙ্ক চলে যাবে আপনারা হউজ পরিমান ভিজিটর কিংবা ভিউ পাবেন তা কিন্তু না। 
ভিজিটর ধরে রাখতে হলে কিংবা ভিজিটর পেতে হলে অবশ্যই আপনাদের কনটেন্টের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এখানে একটি ওয়েবসাইট কিংবা একটি আর্টিকেলকে  আমরা আমাদের ইউটিউবের ভিডিওর সাথে কনফিগার করতে পারি ধরুন আপনি একটি ইউটিউবে ভিডিও দেখছেন ভিডিওটি ২০ সেকেন্ড দেখেন দেখে আপনি চলে গেলেন একই সাথে আরো দশজন জন্য এই ভিডিওটি দেখল এবং ২০ সেকেন্ড দেখে চলে গেল তখন কিন্তু গুগোল ইউটিউব একি কথা ভেবে নেবে  যেই কন্টেন কিংবা এই ভিডিওটার ভিতরে ভালো কিছু নাই।
  এজন্যই কেউ দেখছে না, সবায় ২০ সেকেন্ড
১০ সেকেন্ড করে দেখে চলে যাচ্ছে তখন কিন্তু এই ভিডিওটা আর মানুষের সামনে নিয়ে যাবে না।
গুগল নিজে এন্ড একই সাথে এই ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখেন  পরপর দশজন আসে সম্পূর্ণ ভিডিওটি দেখলো 
তখনই যে ইউটিউব বুট সিস্টেম আছে কিংবা গুগোল ভিডিওটাকে ধাক্কা দিয়ে আরো উপরের উপরের উপরের লেভেলে উঠিয়ে দিবে এই ভিডিওটির মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে এজন্যই ১০ জন মানুষ দেখেছে সম্পূর্ণ এটুজেড ভিডিও ওরা দেখেছেন। 
ঠিক একটি ওয়েবসাইট অথবা আর্টিকেল একই রকম অ্যালগরিদম চলে বিকজ আপনি একটি পোস্ট করলেন সেই পোস্টটি সে পড়তে গিয়ে মাত্র ১০ সেকেন্ড দেখে বের হয়ে চলে আসলো পুরো পোস্টটি পড়লো না তার মানে এই পোস্টের ভিতরে ভালো কিছু নেই তো অবশ্যই আপনার পোষ্ট ভালো করতে হবে।
 আপনার কনটেন্ট ভালো করতে হবে যাতে একজন ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে কিংবা আপনার পোষ্ট পড়তে যায়।
অন্তত সেজন্য সম্পূর্ণ পোস্টটি পোস্টটি পড়ে উন্নত মানের  এক মিনিট কিংবা ৩০ সেকেন্ড আপনার ওয়েবসাইটে থাকে তখন গুগল বুঝবেন আপনার ওয়েবসাইটে বুঝবেন আপনার ওয়েবসাইটে নিশ্চয়ই ভালো কিছু আছে আপনার কনটেন্ট কিংবা পোস্টে ভিতরে ভালো কিছু ভালো কিছু আছে তখন আপনার পোস্টটা ধাক্কা দিয়ে  আরো উপরে নিবে গুগল-সার্চে আস্তে আস্তে রেংকে নিবে।
সো আশা করছি টোটাল টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন।

।।।। তো চলুন মূল এসইও কাজটা শুরু করি।।।।

প্রথমে আপনাদের ব্লগার ওয়েবসাইটে লগইন করে আপনাদের কন্ট্রোল প্যানেলে আসুন।
তারপর নিচের ট্রেনে দেখুন সেটিং নামের একটি অপশন আছে।
অবশ্যই আপনাদের সেখানে ক্লিক করতে হবে যেরকমটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে দেখা আছে।

How to do blogger site SEO, How to do blogger site SEO,Blogger SEO tools, Best free blogging platform, Blogger settings, Best blog for SEO, SEO blogs, ShoutMeLoud Blogger template, How to rank blog on Google, SEO blog template, ShoutMeLoud BlogSpot, SEO blog writing, SEO, How to improve Google search ranking, How to rank your article in Google, Ubersuggest, How to rank first on Google, Google Keyword Planner, How to structure a blog post, How to structure your blog,
Add caption


সিটিং নামক অপশনে ক্লিক করুন তারপর আপনার সামনে কতগুলো অপশন শো করবে।
 ৷ ৷ ৷  নিচের স্ক্রিনশটটি দেখুন।৷  



তারপরে নিচের সার্চ নামের একটি অপশন দেখতে পারছেন।
অবশ্য আপনাদের সেখানে ক্লিক করতে হবে।
৷৷৷৷  নিচের স্ক্রিনশটটি দেখুন৷৷৷ 


১.আমাদের মেনুয়ালি কাজ হল এখানে প্রথমে আমাদের ম্যাটার ট্র্যাক নামক একটি অপশন আছে পাশে দেখতে পারছেন এডিট সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস এ ক্লিক করুন।
এখানে আপনার সাইট সম্পর্কে কিছু ডিসক্রিপশন লিখে দেন।
২. কাস্টম রোবট ট্রাক্স তার পাশে দেখতে পারছেন এডিট নামক একটি অপশন অবশ্যই আপনাদের সেখানে ক্লিক করতে হবে।
সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইয়েস নামক একটি অপশন এ ক্লিক করতে হবে।
তারপর আপনাকে সাইটম্যাপ নামক একটি কোড আছে সেটা ফেস্ট করতে হবে।
৩. কাস্টম রোবট হেডার তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এডিট নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করে। ইয়েস নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন তারপর নিচের স্ক্রিনশটটি দেখে কাজ কমপ্লিট করে নিবেন।

১. মেটা ট্যাগ স্ক্রীনশট কমপ্লিট


২. কাস্টম রোবট ট্রাক্স কাজ কমপ্লিট। sitemap for blogger

User-agent: * 
Disallow: /search 
Disallow: /category/ 
Disallow: /label/ 
Disallow: /tag/ 
Allow: / Sitemap: https://yoursite.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

তারপর দেখতে পারছেন সেব নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করুন। 



৩. কাস্টম রোবট হেডার কাজ কমপ্লিট। 

হোমপেজ নামক একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমি যতগুলো অপশনে ক্লিক করেছি আপনার সেগুলো ক্লিক করে সেভ নামক অপশনে ক্লিক করবেন।

আজকে আমরা এ পর্যন্ত কাজ শেষ করলাম পরবর্তীতে আমরা শিখব কিভাবে গুগল সার্চ কনসোলে সাইটম্যাপ সেভ করব।

তো বন্ধুরা আজ এ পর্যন্ত যদি আমার লেখাতে কোন ভুল ত্রুটি থেকে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন।
আর অবশ্যই না তারা অবশ্যই নেট স্পিড দেখার জন্য আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখবেন।
আর কিছু না বুঝলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন।

https://m.facebook.com/seponalom12

1 Comments

  1. বাইয়া আপনার টিপসি পরে আমার খুব বালো লাগলো

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post